সাহিত্য ও সংস্কৃতি

একদশক পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘দুর্নিবার পত্রিকার’ সূচনা আলিয়ার শিক্ষা বিভাগে

ডক্টর ফিরোজা বেগম, প্রফেসর আব্দুর রহিম গাজী, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ জাকির হোসেন লস্কর

টিডিএন বাংলা, কলকাতা : বুধবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসের শিক্ষা বিভাগ। এছাড়াও চলতি শিক্ষবর্ষের বিদায়ী ছাত্র ছাত্রীদের জন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়েজন করেন বিভাগের পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। উল্লেখ্য, আলিয়া মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার বেশ কয়েক বছর পর ২০১৪ সাল থেকে শিক্ষা বিভাগের পথ চলা শুরু হয়। চলতি শিক্ষবর্ষ দশ বছরে পদার্পণ করায় শিক্ষা বিভাগের বিএড প্রথম বর্ষের উদ্যোগে ও বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও প্রাক্তনীদের সহযোগিতায় দশ বছরে বিভাগের ইতিবৃত্ত তুলে ধরে ‘দুর্নিবার’ নামক এক ম্যাগাজিনের মধ্যে। ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের বিশেষ অথিতি বিশিষ্ট সাহিত্যিক ডঃ ফিরোজা বেগম।
এদিনের অনুষ্ঠান শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র উসমান আলীর কুরআন তেলায়ত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরেই গত দশবছর শিক্ষা বিভাগের উত্থানের কঠিন পরিস্থিতি ও বর্তমান বিভাগের অবস্থান নিয়ে বিশেষ রূপ তুলে ধরেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ জাকির হোসেন লস্কর। এছাড়া উপস্থিত ছিলেন আরবী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মশিহুর রহমান বলেন, প্রথম অবস্থায় আলিয়ার শিক্ষা বিভাগের অনেক প্রতিকূল অবস্থা ছিল, সেটাকে কাটিয়ে বর্তমান সুন্দর রূপে সেজে উঠেছে। আগামী দিনে আলিয়ার শিক্ষা বিভাগ রাজ্যের অন্যন্যা প্রতিষ্ঠানকে ছাপিয়ে এক নজির গড়বে বলে আশাবাদী।’
পার্ক সার্কাসের কলা বিভাগের ডিন অধ্যাপক আবদুর রহিম গাজী বলেন,’ আলিয়ার ইতিহাসে এই প্রথম ‘দশ বছর পূর্তি’ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়েজন। শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। অনুষ্ঠানের ‘দুর্নিবার’ ম্যাগাজিন এক অসামান্য অবদান রেখে দেবে।’
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রায় সকল সহকারী অধ্যাপক অধ্যাপিকা গণ তারা হলেন, ডঃ রেশমা খাতুন, ডঃ প্রকৃতি রঞ্জন সরকার, ডঃ নিলাক্ষী মুখার্জী মন্ডল। এছাড়াও সহকারি অধ্যাপিকা সাহজিয়া হাসনাইন, অধ্যাপক কাজী আব্দুল কাফী, অধ্যাপক তৌহিদুল ইসলাম, অধ্যাপক চিরঞ্জীব সরকার, অধ্যাপক মোহাম্মদ সাহজিদ আলী মিস্ত্রি, অধ্যাপক লিটন মল্লিক, অধ্যাপক মাহাবুব ইসলাম ও অধ্যাপক সোহেল রানা। এছাড়া পার্ক সার্কাস ক্যাম্পাসের অন্যান্য বিভাগ থেকে উপস্তিত ছিলেন ডঃ সৈয়দ আব্দুর রশিদ, ডঃ সুমাইয়া আহমদ, ডঃ শবনম বেগম সহ প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান পাঠরত প্রায় সকল শিক্ষার্থীরা।
ম্যাগাজিন প্রকাশের শেষে উপস্থিত সকল ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও দুর্নিবার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ। এই অনুষ্ঠান পরিচালনা ক্ষেত্রে শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের বিশেষ ভূমিকা দেখা গিয়েছে তারা হলেন, শুকুর মোহাম্মাদ, সাগরিকা বিশ্বাস, লেমাইশা, ফারুক মন্ডল, আরিফুল, জমিলা, রফিকুল, আজহার, নাজমুল হক, মুদ্দাসির, ওয়ারেজ, সৌরজিত, শুভাশিস, ইমাম উদ্দিন, মোহাম্মদ খান, সামিয়া পারভিন সহ সকল প্রথম বর্ষের পড়ুয়া।

এদিনের মঞ্চে অনুষ্ঠান পরিচালনা করেন বিএড প্রথম বর্ষের পড়ুয়া সারা মালিহা, আফসানা ও মোফাস্সেল পাইক। সারাদিন কবিতা আবৃত্তি, গজল, নাটক ও বক্তব্যর মধ্যে দিয়ে কাটে ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনার আয়েজন করতে দেখা যায়। বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে হতে দীর্ঘ দিন বিভাগের সঙ্গে যুক্ত থাকা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের কেটে যাওয়ার মুহূর্ত গুলো বিশেষ স্মৃতি চারণা করতে দেখা যায় বিএড দ্বিতীয় বর্ষের পড়ুয়া সুরাইয়া ও কবির আখতারকে। অবশেষে বিএড প্রথম বর্ষের ছাত্র আবুল কালাম উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা ও সকল বিদায়ী পড়ুয়াদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Back to top button
error: