দেশ

লাভ জিহাদের নামে উত্তরপ্রদেশে বিয়ে ভাঙার অভিযোগ করণী সেনার বির‍ুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক : লাভ জিহাদের নামে যোগী রাজ্যে জোর করে যুগলের বিয়ে আটকে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় করণী সেনা। হাঙ্গামা বাধিয়ে বালিয়ায় জেলা আদালত চত্বর থেকে য‍ুগলকে বেরিয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছে ঘটনাটি‍? দিলশাদ সিদ্দিকির সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে এসেছিলেন দলিত তরুণী। খবর পেয়ে সেখানে চলে আসে করণী সেনার দলবল। শ‍ুর‍ু হয় হাঙ্গামা। একটা সময় পরিস্থিতি এমন হয় যে, বিয়ে ভ‍ুলে আদালত থেকে পালাতে উদ্যত হয় য‍ুগল। প্রথমে চুপ থাকলেও, মেয়েটি জানান তাঁরা হরিজন। ১৮ ঊর্ধ্ব তিনি। নিজের ইচ্ছেতেই দিলশাদকে বিয়ে করতে চান। বোরখা পরে কেন আদালতে এসেছেন, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ওই তরুণীকে। নিজের ইচ্ছেতেই এমন করেছে সে, জানালেও কে শোনে কার কথা! দিলশাদকে হেনস্থা করতে শুরু করেন তারা। তাঁকে হুমকিও দেওয়া হয়। তাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তর‍ুণীকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। পরে তারাই তাকে পরিবারের হাতে ত‍ুলে দেয়।

বালিয়ার পুলিশ সুপার বিপিন তাডা বলেন, জোর করে ধর্মান্তরণের অভিযোগ উঠলেও, তার কোনও প্রমাণ মেলেনি । তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই তর‍ুণীকে আদালতে তোলা হবে।

Related Articles

Back to top button
error: