দেশ

পাখির চোখ ২০২৪, একজোট হয়ে লড়াইয়ের ডাক সোনিয়ার

টিডিএন বাংলা ডেস্ক : কংগ্রেস সভানেত্রীর ডাকে ভার্চুয়াল বৈঠক। আপ, সপা আর বসপা বাদে যোগ দিয়েছিলেন প্রায় সব বিজেপি বিরোধী দল। ১৯টি দলের সেই ভার্চয়াল বৈঠকে সবাইকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী।২০২৪ এর লোকসভা ভোটে পরিকল্পনা করে এগোতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তিনি।
লক্ষ্য ২০২৪ এর লোকসভা ভোট। সবাই একজোট হয়ে না লড়লে যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যাবে না, একথা হাড়ে হাড়ে বুঝেছে সব রাজনৈতিক দলই। তাই লোকসভা ভোটের আগে অ-বিজেপি দলগুলিকে এক ছাতার তলায় এনে সময় থাকতেই সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন সোনিয়া। এর আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতেও একই রকম বৈঠক হয়েছিল।

কী বার্তা দেন সোনিয়া? সূত্রের খবর, সোনিয়া বলেন, ২০২৪ আলটিমেট গোল। লক্ষ্যতে পৌঁছনো আমাদের চ্যালেঞ্জ। সবাই একসঙ্গে চললে অবশ্যই কিস্তিমাত সম্ভব। তিনি বলেন, ”আমাদের সবার সমভাবনা দরকার। যা আমাদের দেশকে গণতন্ত্র ও সংবিধানের মর্যাদাকে অক্ষুন্ন রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।কংগ্রেসের তরফে প্রচেষ্টার কোনও অভাব হবে না। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে। কিন্তু সমস্ত বিভেদ ভুলে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে বসে একটি কৌশল তৈরি করতে হবে। জাতির স্বার্থেই বিরোধীদের একত্রিত হতে হবে।”

সূত্রের খবর, এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে সদ্য শেষ হওয়া সংসদের বাদল অধিবেশন, করোনার টিকাকরণ নিয়ে বৈষম্য, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং কৃষকদের দুর্দশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Related Articles

Back to top button
error: