দেশ

উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক সঙ্গে লড়তে তৈরি সমাজবাদি পার্টি ও ওয়েলফেয়ার পার্টি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,দিল্লী: উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক সঙ্গে লড়তে উদ্যোগী হয়েছে সমাজবাদি পার্টি ও ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দুই দলের শীর্ষ নেতৃত্ব কয়েক মাসের ব্যবধানে দুইবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে উত্তর প্রদেশের জনগণকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে এক সঙ্গে কাজ করবে। দুই দলের নেতারা আলোচনা করেই ভবিষ্যত পরিকল্পনা নেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার লখনৌতে সমাজবাদী পার্টির সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: এস কিউ আর ইলিয়াসের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই নেতা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন। রাজ্যের উন্নয়ন না করে বিজেপি সরকার শুধু বিভেদের রাজনীতি করছে বলেও অভিযোগ ওঠে। অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: এস কিউ আর ইলিয়াস বলেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের জনগণকে জিম্মি করে রেখেছেন। সাধারণ মানুষকে দাস বানিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে। উত্তর প্রদেশের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। আমরা অখিলেশ যাদবের সঙ্গে দিল্লীতেও বৈঠক করেছি। ফের বৈঠক হল বৃহস্পতিবার। সিদ্ধান্ত হয়েছে, কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা সহ মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য লড়াই হবে।

ডঃ ইলিয়াস আরও জানান, পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। রাজ্যে তীব্র বেকার সমস্যা, যুবক যুবতীরা কাজ চাইছে, শ্রমিকদের করুন অবস্থা, নারীরা অসহায়, মানুষ ভয়ে কথা বলতে পারছে না।ভয়ের আবহ চিরদিন চলতে পারে না, আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মানুষ এক জোট হচ্ছে, উত্তরপ্রদেশের ইতিহাস, ঐতিহ্যকে রক্ষা করতে হবে, মানুষকে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
জানা গেছে, অখিলেশ যাদব ও ড: এস কিউ আর ইলিয়াস আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা করেছেন। কিভাবে ধর্মনিরপেক্ষ ভোট এক জায়গায় করা যায় তা নিয়ে আলোচনা হয়। অক্টোবর মাসে দুই দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের নিয়ে ফের বৈঠক হবে। দিল্লিতেও বৈঠক হবে। অর্থাৎ দুই নেতার আলোচনায় এটা স্পষ্ট যে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ও উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমাজবাদী পার্টি ও ওয়েলফেয়ার পার্টির নেতারা এক সঙ্গে বসে পরিকল্পনা তৈরি করবেন। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করতে ধর্মনিরপেক্ষ দলগুলোর একটা মহাজোট করতে চাইছেন অখিলেশ যাদব ও ড: এস কিউ আর ইলিয়াস।

Related Articles

Back to top button
error: