দেশ

সন্ত্রাসের সাম্রাজ্য কখনই দীর্ঘস্থায়ী হয় না, তালিবানদের বার্তা নরেন্দ্র মোদীর

টিডিএন বাংলা ডেস্ক : আফগানভূমিতে তালিবান রাজত্ব শুরু হয়েছে দিন কয়েক আগেই। এরমধ্যে তালিবান ইস্যুতে একবারও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম আফগানিস্তান প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি। দিলেন তালিবানদের কড়া বার্তা। শুক্রবার তালিবানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন, “যারা ধর্মকে আদর্শ বানিয়ে রাজত্ব স্থাপন করে, তারা কিছু সময় অবধি আধিপত্য দেখালেও তারা কখনওই চিরস্থায়ী হয় না। বেশিদিন মানবতাকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়।”

এখানে সোমনাথ মন্দিরের প্রসঙ্গও টানেন তিনি। মোদি বলেন, সহস্র বছরের ইতিহাস সোমনাথ মন্দির। বহুবার মন্দিরকে ধ্বংস করা হয়েছে। মূর্তি ভাঙা, এমনকি মন্দিরের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কতবার সেই চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই পুরনো গরিমায় ফিরে এসেছে সোমনাথ মন্দির। এই মন্দিরের ইতিহাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগায়।”
উল্লেখ্য, আফগান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী একটিও কথা বলেননি। তবে পরোক্ষে তিনি যে আসলে এই পরিস্থিতি নিয়েই কথা বলেছেন এমনই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Related Articles

Back to top button
error: