চিনের গুপ্তচর! এক সাংবাদিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল

টিডিএন বাংলা ডেস্ক: চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য করার জন্য এক সাংবাদিক সহ দুজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে চিনের হলে গুপচরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক রাজিব শর্মাকে। ওই সাংবাদিকের সাথেই গ্রেপ্তার হয়েছেন একজন চিনা মহিলা ও একজন নেপালি ব্যাক্তি।

‘দি ট্রিবিউন’ এবং ‘ইউএনআই’ খ্যাত সাংবাদিক রাজীব শর্মাকে পিতমপুরায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে ওই ধৃত সাংবাদিকের কাছ থেকে চিন সম্বন্ধীয় কিছু গুপ্ত দস্তাবেজ উদ্ধার হয়েছে। এছাড়া ওই সাংবাদিকের কাছ থেকে প্রতিরক্ষার সঙ্গে জড়িত কিছু দস্তাবেজও পাওয়া গেছে। যার ভিত্তিতে সাংবাদিক রাজীব শর্মাকে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এদিন আদালত ৬ দিনের জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।