দেশ
বিহার নির্বাচনে লড়াই করতে কংগ্রেস প্রকাশ করল ৪৯ জন প্রার্থীর তালিকা; নাম রয়েছে শত্রুঘ্ন সিনহার পুত্র ও শরোদ যাদবের কন্যার
টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের মনোনয়নের শেষ তারিখ আগামীকাল। তার আগেই বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে ৪৯ জন প্রার্থীর দ্বিতীয় এবং সর্বশেষ তালিকা প্রকাশ করা হলো। এর আগে, ২১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। বিহারে আরজেডি এবং বাম দলগুলোর সাথে জোট এ ৭০ আসনের অংশীদারিত্ব রয়েছে কংগ্রেসের। এই ৭০ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দলীয় প্রার্থীদের সর্বশেষ তালিকা স্থান পেয়েছেন বিখ্যাত বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার পুত্র লব সিনহা এবং শরোদ যাদবের কন্যা সুভাষিনী। লব প্রতিদ্বন্দিতা করবেন বাঁকিপুর আসন থেকে এবং সুভাষিনী প্রতিদ্বন্দিতা করবেন বিহারিগঞ্জ আসন থেকে।