দেশ

কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন? করোনা রুখতে কোনটি বেশি কার্যকরী

টিডিএন বাংলা ডেস্ক : করোনায় কাবু দেশবাসী। এরমধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এসবের মধ্যে নতুন খবর দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। ডেল্টা ভ্যারিয়্যান্টকে শায়েস্তা করতে কোভিশিল্ড না কোভ্যাক্সিন কোন টিকা বেশি কার্যকরী? গবেষণা করে সেই প্রশ্নের উত্তর খুঁজে পেল আইসিএমআর।

গবেষণায় উঠে এসেছে, করোনার সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি কাজে আসছে ককটেল। তারা জানিয়েছে, ‘কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্র টিকার সমীক্ষায় ভাল ফল মিলেছে। এই মিশ্রণ টিকা নিরাপদ তো বটেই। পাশাপাশি করোনার বিরুদ্ধে বাড়তি কার্যকারীও।’ তাঁদের নয়া গবেষণা বলছে, করোনার একাধিক টিকার মিক্সিং ও ম্যাচিং থেকে ভাল ফল মিলছে।

উল্লেখ্য, ভারতের বহু প্রান্তে এমন ঘটনা ঘটেছে যে করোনার প্রথম ডোজ কোভিশিল্ড দেওয়ার পর ব্যক্তিকে দ্বিতীয় ডোজে তাঁকে কোভ্যাক্সিন দেওয়া হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে সেই ব্যক্তির শারীরিক পরিস্থিতি নিয়ে। এমন অবস্থায় আইসিএমআর এর সাম্প্রতিক গবেষণা বলছে যে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের আলাদা ডোজ যদি মিশ্রিত করে ব্যবহার করা হয়, তাহলে তা করোনার বিরুদ্ধে কার্যকরী হবে বেশি।

Related Articles

Back to top button
error: