টিডিএন বাংলা ডেস্ক: জম্মুর টোল প্লাজার কাছে এনকাউন্টারে খতম চার জঙ্গি। আজ জম্মু-কাশ্মীর হাইওয়ের উপর বান টোল প্লাজার কাছে এনকাউন্টার হয় করে জওয়ানরা।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ট্রাকে চেপে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে যাচ্ছিল জঙ্গিদের ট্রাক। গোপনে খবর পেয়ে সেসময় বান টোল প্লাজার কাছে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। আর তা দেখেই পাল্টা গুলিবর্ষণ শুরু করে তারা। মুহূর্তেই ঘিরে ধরে অভিযান শুরু করে সেনাবাহিনী। জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দিয়ে শুরু হয় অভিযান। তাতেই খতম হন চারজন। জখম হন আরো ১২ জন।