টিডিএন বাংলা ডেস্ক: তোমরা যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মরেনি? পরিযায়ী শ্রমিক ইস্যুতে ফের মোদী সরকারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ট্যুইটে তিনি লিখেছেন, ‘মোদী সরকার জানে না, লকডাউনের সময় কতজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। কতজন চাকরি হারিয়েছেন, তাও সরকার জানে না।তোমরা যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মরেনি?’ সবচেয়ে দুঃখের কথা হল, সরকার মানুষের প্রাণহানিতে কিছু মনে করে না। সারা বিশ্ব পরিযায়ীদের মরতে দেখেছে।
কিন্তু সরকার কিছু জানে না। উল্লেখ্য, সংসদ অধিবেশনে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার বলেন, লকডাউনের সময় যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য সরকারের কাছে নেই।