দেশ

কেজরিওয়াল জানতেন আন্না হাজারের আইএসি আন্দোলন বিজেপি এবং আরএসএসের মস্তিষ্কপ্রসূত: প্রশান্ত ভূষণ

টিডিএন বাংলা ডেস্ক: ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন যা আইএসসি মুভমেন্ট নামে পরিচিত আদতে বিজেপি এবং আরএসএস এর প্রস্তাবিত ছিল এমনটাই দাবি করেছেন আন্না হাজারের আন্দোলনের একসময়ের সহকর্মী তথা সুপ্রিমকোর্টের বড়িষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ। সম্প্রতি ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত ভূষণ জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন যে আদতে বিজেপি এবং আরএসএস এর ইউপিএ সরকারকে ফেলার একটা চক্রান্ত ছিল তাই নয়, এ সম্বন্ধে ভালভাবেই জানতেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী তথা একসময়ের আন্না হাজারের সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে এই একই অভিযোগ করতে দেখা গেছিল কংগ্রেসকেও।

ইন্ডিয়া টুডে কে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রশান্ত ভূষণ বলেছেন, সম্ভবত আন্না হাজারে এই চক্রান্তের সম্বন্ধে জানতেন না। তবে অরবিন্দ কেজরিওয়াল যে এই পুরো বিষয়টি সম্বন্ধে খুব ভালভাবেই জানতেন তা নিয়ে একপ্রকার নিশ্চিত তিনি। এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ওপর নীতিহীনতার অভিযোগ আরোপ করে প্রশান্ত ভূষণ আরো বলেন, অরবিন্দ কেজরিওয়াল যে একজন নীতিহীন মানুষ তা তিনি প্রথমে বুঝতে পারেননি। যদিও পরে তিনি বুঝেছিলেন যে এই আন্দোলনের আড়ালে আরো এক ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর অভিমতে, অরবিন্দ কেজরিওয়ালের সেই রুপ গত লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

প্রসঙ্গত ২০১১ সালে ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব হয়ে টিম আন্না হাজারের সঙ্গে যুক্ত হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, প্রশান্ত ভূষণ, কিরণ বেদী সহ আরো বিশিষ্ট মানুষেরা। ওই আন্দোলনের ফলাফল হিসেবে লোকপাল বিল পাশ হয়। যদিও ২০১২ সালে অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে যোগ দেওয়ার কারনে আন্না হাজারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন।

অপরদিকে, এই প্রচার আন্দোলনের কোর কমিটিতে সদস্য ছিলেন প্রশান্ত ভূষণ। পরবর্তী সময়ে আম আদমি পার্টির গুরুত্বপূর্ণ সদস্য পদে দেখা গিয়েছিল এই বড়িষ্ঠ আইনজীবীকে। তবে পরবর্তী সময়ে যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণকে দল বিরোধী কাজের অভিযোগে আম আদমি পার্টি থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে ওই আন্দোলনের অন্যান্য সদস্যরা যেমন কিরণ বেদী এবং প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং বিজেপিতে যোগ দেন।

Related Articles

Back to top button
error: