টিডিএন বাংলা ডেস্ক:মোদী সরকারের নিজেকে যতই চৌকিদার বলুক না কেন, ব্যাংক জালিয়াতরা দেশ থেকে ঠিক পলায়ন করে যান। কেউ তাদের আটকাতে পারেনা। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত দুজন তিনজন নয় মোট ৩৮ জন ব্যাংক জালিয়াতি করে পলাতক হয়েছে। আর এই তথ্য খোদ সরকারের পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে। বাদল অধিবেশনের প্রথম দিনেই সরকারের পক্ষ থেকে সাংসদদের এই তথ্য জানানো হয়েছে। খোদ বিত্ত রাজ্য মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পক্ষ থেকে ব্যাংক জালিয়াতির যতগুলি মামলার তদন্ত করা হয়েছে তার মধ্যে ৩৮ জন অভিযুক্ত ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
১ জানুয়ারি ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে আর্থিক ঘোটালার সঙ্গে যুক্ত মামলায় ৩৮ জন অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর এই সব মামলার তদন্ত করছে সিবিআই। অনুরাগ ঠাকুরের দেওয়া ওই তথ্য অনুসারে ৯ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত বিজয় মাল্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ১২ হাজার কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসি, নীরব মোদী এবং তাঁদের পরিবারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫ হাজার কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত সন্দেসারা সমূহের মালিক এবং তাঁর আত্মীয়দের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।