যোগী সরকারের রাজ্যে যখন তখন গাড়ি উল্টে যায়; হাথরাস গণ ধর্ষণ মামলা প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়
টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস গণ ধর্ষণ মামলা নিয়ে একের পর এক বিরোধী দল নেতাদের তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মধ্যে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় হাথরাস গণ ধর্ষণ মামলা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া একটি বয়ানে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়ে গেছে এবং মামলা ফাস্ট ট্রাক আদালতে নেওয়া হচ্ছে, আমার মনে হয় কিছুটা ধৈর্য ধরা উচিত, ওরা সবাই জেলে যাবে।”এরপর কৈলাস বিজয়বর্গীয় আরো বলেন,”যোগীজি যিনি ওখানের মুখ্যমন্ত্রী, আমি জানি যে, ওনার রাজ্যে গাড়ি যখন তখন উল্টে যায়।”
এদিকে ইতিমধ্যেই উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধে হাথরাসের নির্মম গণধর্ষণের শিকার কুড়ি বছর বয়সী ওই দলিত যুবতীর মৃতদেহ দিল্লির সফদরজং হাসপাতাল থেকে জবরদস্তি নিয়ে এসে তড়িঘড়ি অন্তিম সৎকার করে দেওয়ার অভিযোগ করেছে ধর্ষিতার পরিবার। নির্যাতিতার ভাই জানিয়েছেন,”পুলিশ জবরদস্তি মৃতদেহ নিয়ে চলে যায় এবং আমার বাবাকে সঙ্গে নিয়ে যায় দাহ সৎকার করার জন্য। যখন আমার বাবা হাথরাস পৌঁছন তখন পুলিশ তাকে তড়িঘড়ি শ্মশানে নিয়ে যায়।” নির্যাতিতার ভাই আরো বলেন, “আমরা পুলিশকে বলেছিলাম যে সকালে অন্তিম সৎকার করব। কিন্তু ওনারা তড়িঘড়ি কাজ করতে চাইছিলেন এবং আমাদের চটজলদি এই কাজ করার জন্য বাধ্য করেছিলেন। ওনারা বলেন যে ২৪ ঘন্টা হয়ে গেছে এবং শরীরে পচন শুরু হয়ে গেছে। আমরা এটা সকালে করতে চাইছিলাম কারন ততক্ষনে অন্যান্য আত্মীয়-স্বজনরাও পৌঁছে যেতেন।”
অপরদিকে হাথরাসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন,”পরিবারের সম্মতি ছাড়া অন্তিম সৎকার করার অভিযোগ সম্পূর্ণ ভুল। বাবা এবং ভাই রাতেই অন্তিম সৎকার করার জন্য তাদের সহমতি দেন। অন্তিম সৎকারের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্যাতিতার মরদেহ নিয়ে যাওয়া গাড়িটি রাত ১২:৪৫ থেকে ২:৩০ পর্যন্ত গ্রামেই উপস্থিত ছিল।”