দেশ

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কলকাতা, বহরমপুর সহ রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। আজ বহরমপুর সদর শহরের পোস্ট অফিস মোড়ে তিন ঘন্টার একটি অবস্থান বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।পাশাপাশি কোলকাতার গাঁন্ধী মূর্তির পাদদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বহরমপুরে অবস্থান বিক্ষোভ ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য আরাফাত আলী, হামিদ সেখ সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিন কেন্দ্রের কৃষি আইনের সমালোচনা করতে গিয়ে জেলা সভাপতি মাহফুজুর রহমান বলেন, “আদানি-আম্বানীদের মতো কর্পোরেট ও পুঁজিপতিদের দালাল মোদী সরকারের ‘কুছ কা সাথ, সবকা সর্বনাশ’ এজেন্ডার অংশ হিসাবেই সংসদীয় গণতন্ত্রের টুঁটি চেপে ধরে নজিরবিহীন ভাবে এই করোনা অতিমারীর মধ্যেই তাড়াহুড়ো করে কৃষক বিরোধী এই কৃষি আইন পাস করেছে । এই আইনের ফলে কৃষক আবার ইংরেজ আমলের নীল চাষীদের মতোই ক্রীতদাসে পরিণত হবে এবং সর্বোপরী দেশের সাধারণ জনতার দৈনন্দিন জীবনের উপর এর কুপ্রভাব পড়বে ।” অন্যদিকে, পার্টির জেলা সম্পাদক এই আইনের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আকাশ ছোঁয়া দর উঠছে সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এই কেন্দ্র সরকার আজ আইন এনে আলু, তেল, ডালের মতো খাদ্যপণ্যগুলিকে আবশ্যিক পণ্য তালিকা থেকে বাদ দিয়ে সরাসরি দেশের সাধারণ ও মধ্যবিত্তের পেটে লাথ মেরেছে । এ ধরণের অমানবিক ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে আজ সর্বস্তরের মানুষ ক্ষিপ্ত । এই কালা আইন প্রত্যাহার না করলে এদের পতন অনিবার্য।” এদিনের কর্মসূচী থেকে কেন্দ্র সরকারের সকল জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আওয়াজ ওঠে এবং অবিলম্বে এই কৃষি আইন প্রত্যাহার না হলে এই রাজ্য সহ সারা দেশে পার্টির পক্ষ থেকে আরও বৃহত্তর গণ-আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ।

Related Articles

Back to top button
error: