জ্বালিয়ে দিয়ে সত্যকে কবর দেওয়া যায় না; হাথরাসের ঘটনার প্রতিবাদে সরব কানহাইয়া কুমার
টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের নির্মম গণ ধর্ষণ এবং তারপরে তড়িঘড়ি নির্যাতিতার মরদেহ সৎকার করে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ এবং সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)-র নেতা কানহাইয়া কুমার। একের পর এক তুইতো করে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কানাইয়া কুমার।
উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধে এই নির্মম ধর্ষণ ঘটনার শক্ত করার প্রচেষ্টার আরোপ লাগিয়ে এটি ইঙ্গিতপূর্ণ টুইট করে কানাইয়া কুমার লেখেন,”জ্বালিয়ে দিলে কোথায় সত্য মাটিচাপা পড়ে। ধোঁয়া হয়ে পুরো আকাশে ছড়িয়ে পড়ে।”
অপর একটি টুইটে হাথরাসের গণধর্ষিতার দেহ তার পরিবারের হাতে তুলে না দেওয়ার অভিযোগ করে তিনি আরো লেখেন,”হাথরাসে পরিবারকে সন্তানের শব পর্যন্ত দেওয়া হয়নি। অন্তিম সৎকারের অধিকার পর্যন্ত প্রশাসন ছিনিয়ে নিয়েছে। এই তড়িঘড়ির কারণ কি? এ ধরনের ব্যবহার ব্রিটিশ আমলের স্মৃতিকে তাজা করে দেয়। আসলে এটা নতুন ভারত নয়, ইংরেজদের আমলের ভারত তৈরি করছে।”
এরপর অপর একটি টুইটে এই নির্মম গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে তুলে ধরেছেন একাধিক প্রশ্ন। কানাইয়া কুমার লেখেন,”হাথরাস মামলায় দেশ জানতে চায় সঠিক ধারায় কেন এফআইআর করা হয়নি? তদন্ত করতে দেরি কেন করা হয়েছে? নির্যাতিতার পার্থিব শরীর তার পরিবারের হাতে অন্তিম সৎকারের জন্য কেন তুলে দেওয়া হয়নি? পরিবার এবং প্রশাসনের বয়ান একে অপরের বিরোধী কেন? এর পেছনে কি কোনো রাজনৈতিক কাজ করছে?”