দেশ

আট বছরে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ

টিডিএন বাংলাঃ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বেড়ে চলেছে। পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশ। অর্থনীতিবিদদের ধারণা অতি অল্প দিনের মধ্যেই মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছে যাবে। এর ফলে সমস্ত ক্ষেত্রে নির্ধারিত বাজেট পরিবর্তন করতে বাধ্য হবে সংশ্লিষ্ট সংস্থা গুলি। এর সঙ্গে আছে করোনাভাইরাস এর দ্বিতীয় আক্রমণ। মুদ্রাস্ফীতি আর করোনা আক্রমণ মিলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে ।২০২০ কুড়ির মার্চ থেকে ২০২১ এর মার্চ পর্যন্ত মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশ। মুদ্রাস্ফীতির এই গতি গত ৮৮বছরের মধ্যে সর্বোচ্চ। পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির এই প্রভাব ক্ষুদ্র বাজারে পরছে এবং অতি অল্প দিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আরো মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button
error: