খেলা

আইপিএল 2020: একনজরে দেখে নিন কেকেআর এর ম্যাচ গুলির সময়সূচী

টিডিএন বাংলা স্পোর্টস ডেস্কঃ কেকে আর এবারের আইপিএল অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। রবিবার আইপিএল-এর সূচি ঘোষণা করা হয়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু খেলা। ফাইনাল ১০ নভেম্বর। আপাতত প্লে-অফ ও ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু লিগ পর্যায়ের ম্যাচগুলির সূচি জানানো হয়েছে।

আইপিএল-এর আটটি দলের অন্যতম কলকাতা নাইট রাইডার্স। কলকাতা তথা বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে শাহরুখ খানের দলের ম্যাচগুলির দিকে। দেখে নেওয়া যাক, কবে এবং কখন খেলতে নামবে কেকেআর ভারতীয় সময় অনুযায়ীঃ

ম্যাচ ৫. কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধে সাড়ে সাতটা থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ৮ . ২৬ সেপ্টেম্বর কেকেআর-এর দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ১২. ৩০ সেপ্টেম্বর কেকেআর তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

ম্যাচ ১৬. কেকেআর-এর চতুর্থ ম্যাচ ৩ অক্টোবর, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ

ম্যাচ ২১. ৭ অক্টোবর কেকেআর-এর পঞ্চম ম্যাচ। এই ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ২৪. ১০ অক্টোবর ষষ্ঠ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটে থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ২৮. কেকেআর-এর সপ্তম ম্যাচ ১২ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ

ম্যাচ ৩২. ১৬ অক্টোবর অষ্টম ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই ম্যাচে প্রতিপক্ষ মুম্বই। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ৩৫. ১৮ অক্টোবর নবম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটে থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ৩৯. ২১ অক্টোবর দশম ম্যাচে ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ৪২. ২৪ অক্টোবর একাদশ ম্যাচে দিল্লির মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটে থেকে। শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

ম্যাচ ৪৬. কেকেআর-এর দ্বাদশ ম্যাচ ২৬ অক্টোবর পঞ্জাবের বিরুদ্ধে। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ

ম্যাচ ৪৯. কেকেআর-এর ১৩ নম্বর ম্যাচ ২৯ অক্টোবর চেন্নাইয়ের বিরুদ্ধে। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই।

ম্যাচ ৫৪. লিগ পর্যায়ে কেকেআর-এর শেষ ম্যাচ ১ নভেম্বর, প্রতিপক্ষ রাজস্থান। এই ম্যাচটিও শুরু হবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই।

কেকেআর-এর সম্পূর্ণ স্কোয়াড:
আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক(অধিনায়ক), হ্যারি গুর্নি (আহত), কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমন গিল, সিদ্ধেশ লাদ, সুনিল নারাইন, প্যাট কামিনস, ইয়ন মরগান , বরুণ চক্রবর্তী, টম বান্টন, রাহুল ত্রিপাঠি, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, প্রবিন তম্বে, এম সিদ্ধার্থ।

সম্পুর্ন সময় সূচি:

Related Articles

Back to top button
error: