দেশ

চিনের কাছে মিষ্টার ৫৬ ইঞ্চি ভয় পেয়েছেন, তোপ রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক : চিন ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। ”চিনকে মোকাবিলায় কোনও রণকৌশল নেই মোদি সরকারের। মিস্টার ৫৬ ইঞ্চি ভয় পেয়েছেন।” এইভাবেই মোদিকে ট্যুইটারে কটাক্ষ করলেন রাহুল।

সম্প্রতি পেন্টাগন তাদের রিপোর্টে বেজিংয়ের আগ্রাসন প্রসঙ্গে বিস্ফোরক তথ্য তুলে ধরে। যদিও সেই তথ্য মানতে নারাজ বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছিল, বেআইনিভাবে ভূখণ্ড দখল চিনের যুক্তি বা কোনও রকম দাবিকেই মান্যতা দেয়নি ভারত। পাশাপাশি সিডিএস বিপিন রাওয়াত দাবি করেন, ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে লাল ফৌজ নয়া গ্রাম তৈরি করছে, এই দাবি ভিত্তিহীন ও অসত্য। যে গ্রামগুলি নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলি আগে থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিনের দিকেই অবস্থিত ছিল। সেই প্রসঙ্গেই ময়দানে নামেন সোনিয়া তনয়। কংগ্রেস প্রাক্তন সভাপতি ট্যুইটারে লেখেন, ”অন্যায়ভাবে আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোশ করা হচ্ছে। কারণ চিন নিয়ে সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। মিস্টার ৫৬ ইঞ্চি ভয় পেয়েছেন।” রাহুল আরও বলেন, ”সরকার একের পর এক মিথ্যা কথা বলছে। জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে নিরাপত্তা দিচ্ছে। এটাই আমার চিন্তার সব থেকে বড় কারণ।”

পেন্টাগন সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে।তাতে উল্লেখ করা হয়, ইন্দো-চিন সীমান্ত বরাবর ধীরে ধীরে কৌশল অবলম্বন করে দাবি চাপানোর চেষ্টা করছে চিন।

Related Articles

Back to top button
error: