দেশ

বিহারে মহিলা কলেজে নতুন ফরমান, খোলা চুলে কলেজে আসা যাবে না!

টিডিএন বাংলা ডেস্ক : বিহারের ভাগলপুরের একমাত্র মহিলা কলেজ। যার বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা চুলে কলেজে আসা যাবে না। পড়ুয়ারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের প্রশ্ন, খোলা চুল কি অশালীন আচরণের পর্যায়ে পড়ে।

যে কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, সেই ভাগলপুরের সুন্দরবতী মহিলা মহাবিদ্যালয় কলেজে মোট ছাত্রীর সংখ্যা ১৫০০। কলেজে বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিন বিভাগ রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২১-২৩ সালের শিক্ষাবর্ষের ড্রেস কোড তৈরির ব্যাপারে কলেজ প্রিন্সিপ্যাল একটি কমিটি গঠন করেন। কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তে সম্মতি দিয়েছে কলেজ অধ্যক্ষা ড. রমণ সিনহা। বিজ্ঞপ্তিতে তাঁর সইও রয়েছে।

বিজ্ঞপ্তিতে ঠিক কী লেখা হয়েছে? বিজ্ঞপ্তির মাথায় লেখা হয়েছে ২০২১-২৩ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন ড্রেস কোড। কলেজে যে সব ছাত্রী আসবেন, তাদের চুলে বেঁধে আসতে হবে। বিনুনি থাকবে একটা বা দুটো। কেউ খোলা চুলে কলেজে আসতে পারবে না। যদি দেখা যায় কোনও ছাত্রী চুল খোলা অবস্থায় কলেজে এসেছে, তাকে সেদিন কলেজ চত্বরে ঢুকতে দেওয়া হবে না। পোশাক কী হবে, সেটাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। কুর্তির রঙ হবে উজ্জ্বল নীল। দুপাট্টা অবশ্যই সাদা । সাদা মোজা এবং কালো রঙের জুতো।

এই ঘোষণায় নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। তবে সমালোচনার মুখে অধ্যক্ষা জানিয়েছেন, সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। স্কুল পরিচালন কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, কলেজের প্রত্যেক ছাত্রীকে তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। না হলে সংশ্লিষ্ট ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Back to top button
error: