টিডিএন বাংলা ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কোনও তথ্য নেই, তাই ক্ষতিপূরণও নেই। আজ সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙওয়ার। পরিযায়ী ইস্যুতে সোমবার বিরোধী সাংসদরা কেন্দ্রকে একহাত নেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক লিখিত জবাবে বলেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক কোটির বেশি পরিযায়ী শ্রমিক ঘরমুখী হতে শুরু করেছিলেন মার্চের তৃতীয় সপ্তাহ থেকে। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই। তাই ক্ষতিপূরণেরও প্রশ্ন নেই।