দেশ
উমর খালিদকে জেরা করতে ১১ লক্ষ পাতার নথি পুলিশের!
টিডিএন বাংলা ডেস্ক: রবিবার রাতেই দিল্লী হিংসায় যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে। ইতিমধ্যেই তাকে ১০ দিনের পুলিশি হেফাজতেও নেওয়ার হয়েছে। ঠিক তারপরেই উমর খালিদকে জেরা করার জন্যে ১১ লক্ষ পাতার একটি নথি তৈরি করেছে পুলিশ। আগামী ২৪ সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে ওই ছাত্রনেতাকে।