টানা এক সপ্তাহের লড়াই শেষ! মারা গেলেন যোগী রাজ্যের সেই নিগৃহীতা
টিডিএন বাংলা ডেস্ক : টানা এক সপ্তাহ ধরে যমে-মানুষে টানাটানি। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাহসিনী। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই নির্যাতিতা, যিনি ১৬ আগস্ট সুপ্রিমকোর্ট চত্বরে গায়ে আগুন দিয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তোলপাড়।
দেশের স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন। সুপ্রিম কোর্টের বাইরে ২৪ বছরের এক তরুণী ও তার ২৭ বছরের এক বন্ধু দুজনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তরুণীর দেহের ৮৫% এবং পুরুষ সঙ্গীর ৬৫% পুড়ে গেছে। অতি সংকটজনক অবস্থায় দু’জনকেই আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার মারা যান মহিলার পুরুষ সঙ্গী। আর এরপর মারা গেলেন সেই নির্যাতিতা।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালে ওই তরুণীকে চাকরির লোভ দেখিয়ে নিজের বাসস্থানে ডেকে নির্যাতন করেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। গাজিয়াবাদের ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ন্যায়বিচারের বদলে তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ দায়ের করে পুলিশ। তবু হার মানেননি ওই তরুণী। এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন। কিন্তু এরই মধ্যে নিগৃহীত ও তার পরিবারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণে মারার হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুরুষ বন্ধুকে নিয়ে দিল্লিতে পালিয়ে আসেন ওই তরুণী। চেষ্টা করেছিলেন শীর্ষ আদালতের মাধ্যমে আইনি সহায়তা পাওয়ার। সেই চেষ্টা সফল হওয়ার আগেই ১৬ তারিখ সুপ্রিম কোর্টের সামনে ফেসবুক লাইভ করে অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এরপর আচমকা গায়ে আগুন ধরিয়ে দেন।