দেশ

ওবিসি সংশোধনী বিলকে সমর্থন করবে বিরোধীরাও

টিডিএন বাংলা ডেস্ক : ওবিসি সংশোধনী বিল পাশ করতে চলেছে কেন্দ্র। সংসদের উভয় কক্ষেই সরকারকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। সূত্রের খবর, এই সপ্তাহেই সংসদে পেশ করা হবে ওবিসি বিল। যেখানে শীর্ষ আদালতের রায়কে খারিজ করে অনগ্রসর শ্রেণির তালিকা তৈরির ক্ষেত্রে দেশের সব রাজ্যকে বাড়তি ক্ষমতা তুলে দিতে চাইছে কেন্দ্র। তাই রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এই বিলের প্রতি সমর্থন জানাতে হচ্ছে বিরোধী শিবিরকে। এমনটাই দাবি সরকারপক্ষের। সংসদে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। বিরোধীরাও এই বিলটিকে সমর্থন করবে বলে জানানোয় সহজেই তা পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরজেডি সাংসদ মনোজ সিনহা জানিয়েছেন, “এটা খুব বড় একটা বিষয়। আমরা এই বিলে সরকারকে সমর্থন করবো। এবং আমরা জাতিভিত্তিক জনগণনার জন্যও চাপ দেব সরকারকে।”

গত মে মাসে মারাঠা কোটা ইস্যুতে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলেছিল, কেবলমাত্র কেন্দ্রীয় সরকার ওবিসি তালিকা প্রস্তুত করতে পারবে। ২০১৮ সালেই পাশ হওয়া একটি আইনে কেন্দ্রকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যগুলো কেবল তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারে। এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সংশোধনী বিল পাশের সিদ্ধান্ত নেয়।

Related Articles

Back to top button
error: