দেশ

হাথরাসে ব্যারিকেড পেরিয়ে ঢুকতে গেলে তৃণমূলের ৪ সাংসদকে বাধা দিল পুলিশ; ধাক্কা মেরে ডেরেক ও’ব্রায়েনকে বার করে দেওয়া হল ব্যারিকেডের বাইরে

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের বুলগড়ি গ্রাম এখন রীতিমতো উত্তর প্রদেশে পুলিশের প্রহরায় এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। গোটা গ্রামের সীমা রেখা বরাবর ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। ঢুকতে দেওয়া হচ্ছেনা সংবাদকর্মীদের। বাধা পাচ্ছেন বিরোধী দল নেতারাও। শুক্রবার তৃণমূল কংগ্রেসের চার সাংসদের একটি প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চাইলে বাধা দেওয়া হয় তাঁদের। শুরু হয় বচসা। ধাক্কাধাক্কি। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কে রীতিমত ধাক্কা মেরে ব্যারিকেডের বাইরে বার করে দেয় উত্তরপ্রদেশের পুলিশকর্মীরা।

এদিন, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর দিল্লি থেকে হাথরাস পৌঁছান। তবে গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরেই পুলিশ আটকে দেয় তাঁদের। তৃণমূল সাংসদরা বলেন তারা শান্তিপূর্ণ ভাবে হাথরাসের দিকে অগ্রসর হচ্ছিলেন নির্যাতিতার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে পথে তাদেরকে কেন বাধা দেওয়া হল? এটা কি ধরনের জঙ্গল রাজত্ব? ওই প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশ আধিকারিকদের বলা হয় যে তারা এই দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে পারবেন। তা সত্ত্বেও তাদের পরিবারের সঙ্গে দেখা করতে কেন বাধা দেওয়া হচ্ছে? বিরোধী দল নেতাদের হাথরাস প্রশাসন কেন আটকাচ্ছে? কি এমন আছে যা বিরোধী রাজনৈতিক দল এবং মিডিয়ার কাছ থেকে লোকাতে ব্যস্ত হয়ে পড়েছে হাথরাস প্রশাসন?

Related Articles

Back to top button
error: