দেশ

বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার সকাল দশটায় বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টানেল উদ্বোধন করতে এদিন সশরীরে হিমাচল প্রদেশ পৌঁছন মোদী।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির নামে নামাঙ্কিত এই টানেল মানালি এবং লেহর মধ্যে সারাবছর যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখবে।

এই টানেলের জন্য এবার থেকে মানালি থেকে লেহ-এর দূরত্ব প্রায় ৪৬ কিমি কম হয়ে যাওয়ায় এই দুটি স্থলের মধ্যে যাতায়াতের সময়ে চার ঘণ্টা হ্রাস হবে।

হিমালয়ের পীর পঞ্জল রেঞ্জে রোহতাং পাশের নিচে লেহ মানালি হাইওয়েতে এই টানেল অবস্থিত। ৯.২ কিলোমিটার লম্বা এই টানেল বানাতে ১০ বছর সময় লাগে। এই টানেলটি প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এদিন এই টানেল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Related Articles

Back to top button
error: