দেশ

আপাতত হেফাজতেই থাকবেন রাহুল গান্ধী, পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি দেওয়া হবে; জানালো উত্তর প্রদেশ পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাসের পীড়িতার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সহ অধীর রঞ্জন চৌধুরী, কেসি ভেনুগোপাল এবং রনদীপ সুরজেওয়ালাকে আটক করে গৌতম বুদ্ধ নগরে বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে নিয়ে গেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আপাতত পুলিশের হেফাজতে থাকবেন রাহুল গান্ধী। পরিস্থিতি স্বাভাবিক হলে ছেড়ে দেওয়া হবে তাঁকে। জেবরের কাছে একটি গেষ্ট হাউসে তাঁকে রাখা হয়েছে।

এদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতাদের আটক করে রাখার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন কংগ্রেস কর্মীরা। তাদের দাবি,রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কে পুলিশে দেওয়া উচিত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া উচিত। এর মধ্যেই কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। জানা গেছে লাঠিচার্জ এর ফলে এক কংগ্রেস কর্মী মাথা ফেটে গেছে।

অন্যদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর তিনি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার এই প্রচেষ্টাকে রীতিমতো কটাক্ষ করে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্ত নাথ সিং বলেছেন,রাহুল গান্ধীর একটি ট্র্যাক রেকর্ড রয়েছে যে যখন তিনি বিদেশ থেকে ফিরে আসেন তখন তিনি ছবি তুলতে ব্যস্ত হয়ে যান। এক্সপ্রেসওয়েতে আজ যা চলছিল তা ওই ছবি তোলারই অংশ। তার এবং প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে সহানুভূতি বা সংবেদনশীলতা কেউই দেখতে পাচ্ছেন না। শুধু তাই নয় পুলিশের ধাক্কায় রাহুল গান্ধীর পড়ে যাওয়াকে নাটক বলে উল্লেখ করে উত্তরপ্রদেশ সরকারের প্রবক্তা সিদ্ধার্থ নাথ সিং আরো বলেন, এই সমস্ত কিছু নাটক। রাহুল গান্ধীর জেনে বুঝে পড়ে গেছেন। স্রেফ মিডিয়াতে বজায় থাকার জন্য উনি ওরকম করছেন।

কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেন, কংগ্রেস গণতান্ত্রিক অধিকারের জন্য লড়বে এবং লড়ছে। রাজ্য সরকার পীড়িতার মামলায় অবহেলা করেছে এবং তাকে মরার জন্য ছেড়ে দিয়েছে। বলরামপুরেও একই ঘটনা ঘটেছে।

এদিন দুপুর ১টা নাগাদ উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে নিজের বাসভবন থেকে রওনা হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি থেকে নয়ডা পৌঁছানোর পরেই তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর পায়ে হেঁটেই হাথরাসের দিকে রওনা হন রাহুল-প্রিয়াঙ্কা। কিছু দূর অগ্রসর হবার পর ফের তাদের বাধা দেয় পুলিশ। এক পুলিশকর্মী রাহুল গান্ধীকে ধাক্কাও দেন। যার জেরে তিনি মাটিতে পড়ে যান। এরপর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়। পুলিশের গাড়ি করে রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, গ্রেফতার করার আগে পুলিশের সাথে রাহুল গান্ধীর বচসা হয়।রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন তাকে কোন ধারায় গ্রেফতার করা হচ্ছে? একা যাওয়া কিভাবে ১৪৪ ধারার উলংঘন করা হয়? এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মীরা তাকে জানান ধারা ১৮৮-র আওতায় তাকে আটক করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: