দেশ

রাজ্যসভায় ‘নিগৃহীত’ মহিলা সাংসদরা ! মার্শাল ল, তোপ বিরোধীদের

টিডিএন বাংলা ডেস্ক : কার্যক্ষেত্র নাকি যুদ্ধক্ষেত্র! বৃহস্পতিবার রাজ্যসভার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। যাতে দেখা গেছে, মার্শালের সঙ্গে বিরোধী সদস্যদের ধস্তাধস্তি। তারপরই ওই প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, মহিলা সাংসদদের নিগ্রহ করেছেন মার্শালরা। পালটা বিজেপির দাবি, মার্শালদের ধাক্কা মেরেছেন বিরোধীরা। এই নিয়ে শুরু শাসক-বিরোধী জোর চাপানউতোর।
ঠিক কী হয়েছে ঘটনাটি? বুধবার রাজ্যসভায় সাধারণ বিমা সংস্থার ব্যবসা (জাতীয়করণ) সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধীরা দাবি জানান, বৃহস্পতিবারও বিলটি পেশ করা যেতে পারে। বিরোধীদের সেই আপত্তি গ্রাহ্য করা হয়নি। তা নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়। এদিন আড়াই মিনিটের একটি ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, রাজ্যসভায় মার্শাল ঢুকলে বিরোধী সদস্যরা তাঁর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দিতে থাকেন স্লোগান। উত্তেজিত সাংসদদের থামাতে চেষ্টা চালিয়ে যান মার্শাল। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। সভার টেবিলে থাকা কাগজ (বিলের কপি) নিয়ে ছিঁড়তে শুরু করেন। প্রায় ৫০ জন মহিলা ও পুরুষ নিরাপত্তারক্ষী মিলে কার্যত ‘চেয়ার’-কে ঘিরে রাখেন।

সংসদে মার্শাল ঢুকিয়ে বিল পাশ করিয়ে নেওয়ার নিন্দায় সরব কংগ্রেস-সহ সব বিরোধী দল। রাহুল গান্ধি এদিন বলেন, সংসদেই গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। সংসদে চলছে মার্শাল ল। বিল পাশ করাতে রাজ্যসভায় নামান হচ্ছে মার্শাল। মহিলা সদস্যদের সঙ্গে তারা অশালীন আচরণ করা হয়েছ। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে বলেন, রাজ্যসভা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। আমাদের সদস্যদের থেকে মার্শালদের সংখ্যা বেশি। সংসদের ভেতরে মহিলারাও সুরক্ষিত নন।

রাজ্যসভার ওই ঘটনার নিন্দা করেছে এনসিপি, শিবসেনা, তৃণমূল সহ বেশ কয়েকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। পরিস্থিতি যাই হোক, সেই মুহূর্তেও ধ্বনি ভোটে বিলটি পাশ করিয়ে নেয় সরকার।

Related Articles

Back to top button
error: