দেশ

মোদিজি এতো ভয় পান কেন? ট্যুইটার পেজ লক হওয়ায় তোপ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : দিল্লিতে নিগৃহীতা নাবালিকার ছবি পোস্ট করার জেরে কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয় রাহুল গান্ধির ট্যুইটার অ্যাকাউন্ট। এবার অভিযোগ, রাহুলের পর রণদীপ সিং সূর্যেওয়ালা সহ আরও ৫ কংগ্রেস নেতার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দলের তরফে একটা স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে প্রমাণ হিসাবে। ট্যুইটারের ওই সিদ্ধান্তের জন্য মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, ‘মোদিজি আপনি এতো ভয় পান কেন?’

কোন কোন নেতার অ্যাকাউন্ট বন্ধ করা হয়? দলের তরফে দাবি, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী অজয় মাকেন, লোকসভার চিফ হুইপ মানিকাম ঠাকুর, প্রাক্তন মন্ত্রী জীতেন্দ্র সিং ও মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সুস্মিতা দেবের অ্যাকাউন্ট লক করে দিয়েছে টুইটার। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে দলের বক্তব্য, ”মোদিজি আপনি আমাদের এত ভয় পান? একটা জিনিস স্মরণ করিয়ে দিই। কংগ্রেস দল দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। সেই সময় আমাদের অস্ত্র ছিল সত্য, অহিংসা এবং মানুষের ইচ্ছাশক্তি। সেই সময় জয় পেয়েছিলাম। এবারেও পাব।”

Related Articles

Back to top button
error: