টিডিএন বাংলা ডেস্ক : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। সেপ্টেম্বর মাসেই হতে চলেছে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। শীঘ্রই ভোটের দিন ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
কমিশনের নিয়ম মোতাবেক, কোনও আসন শূন্য হলে তার ৬ মাসের মধ্যে ভোট করতে হয়। ভবানীপুরের বিধায়কের পদত্যাগ, খড়দহের নির্বাচিত প্রার্থীর মৃত্যু, গোসাবায় বিধায়কের মৃত্যু, শান্তিপূর্ণ দিনহাটায় বিধায়কের পদত্যাগের কারণে ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। অন্যদিকে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ সাধারণ নির্বাচন এপ্রিল-মে মাস থেকে স্থগিত। ভবানীপুরে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যেই উপ নির্বাচন নিয়ে বেশিরভাগেরই আগ্রহ তুঙ্গে।
উপনির্বাচনের কথা জানিয়ে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দিল্লি ও কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে দরবার করা হয়। তাদের বক্তব্য, করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই এটাই ভোটের আদর্শ সময়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনও আলাদা করে করোনা পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছে। ভোট যন্ত্র পরীক্ষা-নিরীক্ষার কাজ ৬ আগস্ট শেষ হয়ে গিয়েছে। অক্টোবরে পুজোর মরসুম। ওই মাসে ভোট করা সম্ভব নয়। তাই মনে করা হচ্ছে, সেপ্টেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে ভোট হতে পারে।