দেশ

৫৪ জন বিজেপি নেতার আত্মীয় সক্রিয় রাজনীতিতে যুক্ত! পরিবারতন্ত্র নিয়ে পাল্টা খোঁচা কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : ৫৪ জন বিজেপি নেতার বাবা-ছেলে-মেয়ে-নাতি-নাতনি সহ কোনও না কোনও আত্মীয় সক্রিয় ভাবে রাজনীতি করেন। পরিবারতন্ত্র নিয়ে এবার গেরুয়া শিবিরকে পাল্টা খোঁচা কংগ্রেসের। প্রাক্তন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সদস্য রিপুন বোরা একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকাতেই এই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

বোরার দাবি, অনেক বিজেপি সাংসদ-বিধায়কেরই নিকটজন সাংসদ বা বিধানভায় আছেন। তাই বিজেপির নৈতিক অধিকার নেই কংগ্রেস বিশেষ করে গান্ধি পরিবারের সমালোচনা করার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়েল এবং ধর্মেন্দ্র প্রধানের বাবা হয় মুখ্যমন্ত্রী অথবা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এছাড়াও আরও ২৩টি নামের উল্লেখ করেছেন তিনি যারা বর্তমানে লোকসভা বা বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্য। বোরা আরও বলেন, এপর্যন্ত ১৪ জন প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন কংগ্রেসের। বাকি আটজন অন্য দলের। ৬ কংগ্রেসি প্রধানমন্ত্রীর মধ্যে মাত্র তিনজন গান্ধি পরিবারের।

বোরার আরও সংযোজন, ২০০৪ সালে যখন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা নির্বাচনে জয় লাভ করে। তখন সোনিয়া গান্ধিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু তিনি রাজি হননি। মনমোহন সিংয়ের কাঁধে এই দায়িত্ব তুলে দেন। মনমোহন সিংয ১০ বছর প্রধানমন্ত্রী থেকেছেন। রাহুল গান্ধি সহজেই পছন্দসই কেন্দ্রীয় মন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

Related Articles

Back to top button
error: