খেলা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ By TDN Bangla - 31 March 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ। ২৩ বছর বয়সি এই উইকেটকিপার ও বাঁ হাতি ব্যাটসম্যান এর আগেও দিল্লি রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন।