কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জোট ছাড়ার হুমকি বিজেপির শরিক দলের

টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জোট ছাড়ার হুমকি দিল বিজেপির শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)।

আরএলপির আহ্বায়ক তথা নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল ট‍্যুইটে বলেন, “অমিত শাহজী দেশে চলমান ব‍্যাপক কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করা উচিত। স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করা উচিত। একই সাথে কৃষকদের ইচ্ছানুযায়ী তাঁদের মতামত জানানোর জন্য উপযুক্ত সময় ও জায়গা দেওয়া উচিত তাদের। পাশাপাশি আরএলপি এনডিএ’র জোট শরিক হলেও, কৃষক এবং জওয়ানরা আরএলপির শক্তি। সুতরাং এই বিষয়টিতে অবিলম্বে ব‍্যবস্থা নেওয়া না হলে কৃষকদের স্বার্থে এনডিএ’র সাথে জোট চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে আমাকে।”