দেশ

কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ বিক্রি করছে মোদির “শিল্পপতি বন্ধুদে”র কাছে : রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন মঙ্গলবার এক আলোচনায় বলেন যে কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “শিল্পপতি বন্ধুদের” কাছে বিক্রি করছেন।

কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী ভারতের মানুষের জন্য কাজ করছেন না, তিনি দুই-তিন জন ব্যক্তিবিশেষের জন্যে কাজ করছেন।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-এর জাতীয় মানিটাইজেশন পাইপলাইন ঘোষণার একদিন পর রাহুলের এই সমালোচনা আসে। এই উদ্যোগের অধীনে, বিজেপি সরকার ২০২৫ সাল পর্যন্ত চার বছরের মেয়াদে ৬ লাখ কোটি টাকা জোগাড় করার লক্ষ্য নিয়েছে, বিদ্যুৎ, রাস্তা এবং রেলওয়ে সহ বিভিন্ন খাতে রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো ব্যক্তিগত প্রতিষ্ঠানকে লিজ দিয়ে।

প্রাক্তন কংগ্রেস প্রধান অভিযোগ করেন যে এই পরিকল্পনাটি মূল খাতে কিছু ব্যাবসায়ীর একচেটিয়া বাজার তৈরী করার জন্য। তিনি আরও বলেন এই পদক্ষেপের ফলে চাকরি হ্রাস পাবে বিপুল পরিমাণে।

রাহুল আরও জানান “নরেন্দ্র মোদী জি এবং বিজেপির একটি স্লোগান ছিল যে ৭০ বছরে কিছুই হয়নি, … আমাদের দেশে গত ৭০ বছরে যে সম্পদ তৈরি হয়েছিল, অর্থমন্ত্রী গতকাল সেগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি সাংবাদিকদের জানান, তার দল শিল্পায়নের বিরুদ্ধে নয়। তবে “আমরা এমন শিল্পগুলিকে বেসরকারীকরণ করি যা দীর্ঘকাল ধরে ক্ষতির মধ্যে রয়েছে। আমরা এমন কোম্পানিগুলিকে বেসরকারীকরণ করি যাদের বাজারে ন্যূনতম শেয়ার আছে। কিন্তু এখানে একচেটিয়া মনোপলি সৃষ্টি করার জন্য বেসরকারীকরণ করা হচ্ছে “।

Related Articles

Back to top button
error: