হাথরসে ধর্মীয় উসকানি দিতে যাচ্ছিলেন কেরলের সাংবাদিক, সুপ্রিমকোর্টে দাবি পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: ধর্মীয় উসকানি দিতেই যাচ্ছিলেন কেরলের সাংবাদিক। সুপ্রিমকোর্টে এমনটাই দাবি করল উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চে শুনানি আয়োজিত হয়। কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টসের পক্ষ থেকে সাংবাদিক সিদ্দিক কাপ্পানের
জামিন চেয়ে যে আবেদন জমা করা হয়েছিল তার শুনানিতে ইউপি পুলিশের দাবি, কাপ্পান তাঁর আইনজীবী ও পরিবারের সঙ্গে দেখা ও কথা বলছেন। তাঁদের মাধ্যমেই তিনি জামিনের আরজি জানাতে পারেন। তাঁকে আইনিভাবেই আটকে রেখে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।