দেশ

প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং

টিডিএন বাংলা ডেস্ক : প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ রোগভোগের পরে লখনউ-য়ের সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অনেকেই। তার মৃত্যুর খবর পেয়ে গোরখপুর সফর স্থগিত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রয়াত বিজেপি নেতার পরিবার সূত্রে খবর, জুলাইয়ের গোড়াতেই বার্ধক্যজনিত একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে দফায় দফায় তাকে দেখতে আসেন দলের শীর্ষ স্থানীয় একাধিক নেতা মন্ত্রী। মাঝে মোটামুটি ঠিক থাকলেও শুক্রবার থেকে হঠাৎ শরীরের অবনতি হয় কল্যাণের। আইসিইউ-তে নেওয়া হলেও, শেষ রক্ষা হয়নি।

উল্লেখ্য রাজস্থান ও হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন কল্যাণ। দুবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ এর ২৬ ডিসেম্বর বাবরি মসজিদ কাণ্ডে সংবাদ শিরোনামে উঠে আসেন কল্যাণ। ওই ঘটনার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। মসজিদ ভাঙার পর তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হন ১৯৯৭ সালে। দু বছর বাদে গেরুয়া শিবির তাকে দল থেকে বহিষ্কার করলে কল্যাণ সিং নতুন দল গঠন করেন। পাঁচ বছর পর ২০০৪ সালে ফের বিজেপিতে যোগদান। সাংসদও হন একই বছর। এরপর আবার ২০০৯ সালে বিজেপি ছাড়েন। পাঁচ বছরের মাথায় ফের যোগ দেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে লেখেন, “আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। কল্যাণ সিংজি এক তুখোড় রাষ্ট্রনেতা, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ একজন মানুষ ছিলেন। উত্তরপ্রদেশের উন্নয়নে তার ভূমিকা অতুলনীয়।”

Related Articles

Back to top button
error: