দেশ

জম্মু- কাশ্মীরের ৪০টি জায়গায় জামাতে ইসলামী সদস্যদের বাড়িতে এনআইএ হানা

টিডিএন বাংলা ডেস্ক : জঙ্গি কার্যকলাপে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, এই অভিযোগে জম্মু-কাশ্মীরের ১৪টি জেলার ৪০টি জায়গায় হানা দিল এনআইএ। পাকিস্তানপন্থী কর্মকাণ্ডের জন্য ২০১৯-এ কাশ্মীরের এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

রবিবার রাজধানী শ্রীনগর থেকে শুরু করে ডোডা, রামবান, বদগম, বারামুলা, কুপওয়াড়া-সহ মোট ৪৫টি এলাকায় চলে তল্লাশি। এর আগে ৩১ জুলাই ১৪টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি যোগ থাকার অভিযোগে ১১ জন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর তারপরই এনআইএ এই তল্লাশি চালাল।

Related Articles

Back to top button
error: