সরকারি মন্ত্রকের বিরুদ্ধে জনতার অভিযোগ, দূর করতে ৪৫ দিন সময় প্রধানমন্ত্রীর

ছবি সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : সরকারি মন্ত্রকের বিরুদ্ধে জনতার অভিযোগের শেষ নেই। ভুরি ভুরি অভিযোগ জমে পাহাড় স্পর্শ করার জোগাড়। এই অবস্থায় মাঠে নামলেন প্রধানমন্ত্রী। তার কড়া নির্দেশ, যেভাবেই হোক ৪৫ দিনের মধ্যে অভিযোগের ফয়সালা করতে হবে। একইসঙ্গে নরেন্দ্র মোদির নির্দেশ, করোনা সংক্রান্ত কোনও অভিযোগ এলে তিন দিনে তার সমাধান চাই।

চলতি আর্থিক বছরের কয়েক মাসের মধ্যেই ১২ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে দিল্লি সেন্ট্রাল সার্ভারে। সূত্রের খবর, এরমধ্যে অর্থ মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৫ লক্ষের বেশি। টেলিকম মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ৩ লক্ষ। কেন্দ্রীয় স্তরে নিষ্পত্তির আর্জি সহ গত বছর এমন ২২ লক্ষ অভিযোগ জমা পড়েছিল। এরমধ্যে বেশ কিছু অভিযোগের এখনও নিষ্পত্তি হয়নি। তার আগেই নতুন অভিযোগের বন্যা। ২৪ এ রয়েছে লোকসভা ভোট। সেই কথা মাথায় রেখে মোদি সরকার তথা প্রশাসনে গতি আনার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দায়ের অভিযোগের যথাসময়ে নিষ্পত্তি নিশ্চিত করতে তাই আসরে নামলেন প্রধানমন্ত্রী। অভিযোগ নিরসনের জন্য তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন। ৬০ দিন নয়। সমস্যা মেটাতে হবে ৪৫ দিনের মধ্যে।

সরকারি সূত্রে খবর, চলতি বছর কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েছে ১২ লক্ষের বেশি অভিযোগ। যার মধ্যে নিষ্পত্তি না হওয়ার সংখ্যাটাই বেশি। এই অভিযোগ সামাল দিতে নাভিশ্বাস মন্ত্রকের। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ। স্বাভাবিকভাবেই দিশেহারা অবস্থা বেশিরভাগ মন্ত্রকেরই।