দেশ

দেশে সেনা বাহিনীতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, চিন্তায় সরকার

টিডিএন বাংলা ডেস্ক: দেশে সেনা বাহিনীতে ক্রমশ্য বাড়ছে আত্মহত্যা করার প্রবণতা। এই ঘটনা চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কারণ অনুসন্ধান ও এই সমস্যা সমাধানে চলছে গবেষণা। গতকাল মঙ্গলবার লোকসভায় বিরোধীদের একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, গত ১২ বছরে দেশে কেন্দ্রীয় বাহিনী, অসম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড মিলিয়ে আধা সামরিক বাহিনীর মোট ১৫৩২জন আধা সেনা আত্মহত্যা করেছেন।

মন্ত্রী আরও জানিয়েছেন, টাস্কফোর্স গড়ে কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ও উর্ধ্বতন সেনা। কীভাবে আত্মহত্যার ঘটনা আটকানো যায় সে রাস্তাও খোঁজা হচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার প্রবণতা? ওয়াকিবহাল মহলের বক্তব্য, দুর্গম এলাকায় ডিউটি, ঘন ঘন বদলি এবং ছুটি না পাওয়া, সাংসারিক জীবন থেকে দূরে থাকার ফলে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে কারণে সহকর্মী বা পদস্থ কর্তাকে হত্যা করে আত্মঘাতী হওয়ার ঘটনাও কম নেই।

Related Articles

Back to top button
error: