দেশ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা প্রশান্ত কিশোরের। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পিকের পরবর্তী পদক্ষেপ কী? তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ভোট স্ট্র্যাটেজিস্ট।

চিঠিতে পিকে লেখেন, “আপাতত আমি আপনার এই ভূমিকা থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলাম। অব্যাহতি চাইছি।” হঠাৎ এই পদক্ষেপের কারণ কী? গতমাসে রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি কংগ্রেসে যোগ দিতে চলেছেন পিকে? এদিন পিকের ইস্তফা সেই জল্পনাকে আরও উসকে দিল।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজের উপদেষ্টা নিয়োগ করেছিলেন প্রশান্তকে। ২০১৭ সালে নির্বাচনে পিকের রণকৌশলের দৌড়াতে কংগ্রেস ১১৭ টি বিধানসভা আসনের মধ্যে ৭৭ টি দখল করে। কংগ্রেসের তরফে দুটি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় কর্মসূচি চালু করেন। একটি হল কফি উইথ ক্যাপ্টেন, আর দ্বিতীয়টি পাঞ্জাব দা ক্যাপ্টেন।

Related Articles

Back to top button
error: