খেলা

টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে এবার আলোচনায় পোগবা

টিডিএন বাংলা ডেস্ক :  কোকোকোলার বদলে জল পানের পক্ষে সওয়াল করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিক সম্মেলনে টেবিলে রাখা কোকোকোলার বোতল সরিয়ে দিয়ে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক।

এবারে সাংবাদিক বৈঠকে এসে টেবিলের ওপর রাখা বিয়ারের বোতল সরিয়ে রাখলেন ফ্রান্সের তারকা পল পোগবা।

এই বিয়ার প্রস্তুতকারক সংস্থাটি এবার ইউরো কাপের অন্যতম স্পনসর। রোনাল্ডোর বোতল সরিয়ে রাখার ঘটনার পর ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থাটির ৩৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই নিয়ে ব্যাপক হইচই পড়েছে গোটা বিশ্বে। এবার পল পোগবার সাংবাদিক সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে।

আসলে পল পোগবা ইসলাম ধর্মাবলম্বী। ফলে অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন তাঁর কাছে ধর্মবিরোধী। সেই জন্যই চোখের সামনে থেকে বিয়ারের বোতল পাশে সরিয়ে রেখেছিলেন পোগবা। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ঘোষিত ভাবে ইসলাম ধর্মের যাবতীয় আচার অনুষ্ঠান ও বিধিনিষেধ মেনে চলেন। কিছুদিন আগেই সতীর্থ কাট জুমার সাথে মক্কায় যান হজ পালন করতে।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পর্তুগালের সঙ্গেই গ্রুপ অব ডেথে জার্মনির সঙ্গে রয়েছে ফ্রান্স। জার্মানিকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল ম্যাচের সেরা পল পোগবাকে। চেয়ারে বসেই তিনি সরিয়ে দেন ইউরোর স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল।

পগবা অবশ্য সংবাদ সম্মেলন টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে নেওয়া প্রসঙ্গে কিছু বলেননি। তবে ফরাসি তারকার এই কাণ্ডে হেইনেকেনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কিংবা হলে তা কতটুকু তা এখনো জানা যায়নি।

Related Articles

Back to top button
error: