আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে

টিডিএন বাংলা ডেস্ক: আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। ১১-৫ ভোটে সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে হারিয়ে জয়ী হন তিনি। জানা গিয়েছে, গ্রেগ বার্কলে ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কাজ সামলাচ্ছিলেন। ২০১৫ সালে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়াতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ডিরেক্টর পদেও ছিলেন বার্কলে।