খেলা

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল, প্রকাশিত হলো সময়সূচি

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশিত হল আইপিএলের সূচি। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। রবিবার বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের সূচি প্রকাশ করে। গত আইপিএলের দুই ফাইনালিস্ট চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে মেগা ইভেন্ট। প্রথম ম্যাচটি হবে আবুধাবিতে।
আবুধাবিতে প্রথম ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হবে দুবাইতে, মুখোমুখি হবে দিল্লি ও পাঞ্জাব। সেখানে পরপর দুটি ম্যাচ হওয়ার পর শারজায় প্রথম ম্যাচ খেলবি রাজস্থান চেন্নাই। আইপিএলের ম্যাচ গুলিকে দুটি সময়ে ভাগ করা হয়েছে। ভারতীয় সময় দুপুর ৩:৩০ ও ৭:৩০ মিনিট থেকে শুরু হবে প্রত্যেকটি ম্যাচ। দুবাইতে অনুষ্ঠিত হবে ২৪ টি ম্যাচ। পাশাপাশি আবুধাবিতে ২০ টি ও শারজায় ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button
error: