দেশ

রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি, তীব্র ক্ষোভ কৃষক মহলে

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে বলছেন তাঁর কৃষিনিধি প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। কৃষকদের বছরে ৬০০০ টাকা অনুদান দেওয়ার যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে তা নাকি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বাস্তবায়ন করা যাচ্ছেনা। প্রশ্ন হল, সরকার যদি কৃষকদের কল্যাণ চান তাহলে রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি র ব্যাপারে কোন পদক্ষেপ কেন নিচ্ছে না।

বর্ধমান জেলার জনৈক চাষী প্রদীপ বিশ্বাস কৃষকদের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।তিনি বলেন আমি অত রাজনীতি বুঝিনা। কিন্তু গত এক বছরে রাসায়নিক সারের দাম শতকরা ৫৫ শতাংশ থেকে ১০০ শতাংশ কেনো বৃদ্ধি পেয়েছে? এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কী কিছুই করার নেই?

৬মাস আগে ডিএপির দাম ছিল ২৪০০ টাকা কুইন্টাল। এখন তা ৩৮০০ টাকা কুইন্টাল প্রতি কুইন্টালে ১৪০০ টাকা দাম বাড়িয়ে কৃষকদের ৬০০০ টাকা অনুদান প্রদান করার পরিকল্পনা ধোকা ছাড়া আর কী?

কোন কোন সার ও কীটনাশক এর দাম শতকরা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে কৃষকদের আরো সংকটের মধ্যে পড়তে হবে।

Related Articles

Back to top button
error: