দেশ

এসসিও সামিটে সন্ত্রাসবাদ নিয়ে সরব প্রধানমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও বিশ্বাসের অভাবই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর কারণ মৌলবাদের লাগাতার উত্থান। আফগানিস্তানের বর্তমান হাল বিষয়টি স্পষ্ট করে তুলেছে। এসসিও-র উচিত সামগ্রিকভাবে মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা।

আফগানিস্তান সঙ্কটের আবহে SCO বৈঠক। তারমধ্যেই সন্ত্রাসবাদ নিয়ে জোড়ালো বার্তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংগঠনের কী ভবিষ্যত তা নির্ধারণের এটাই সঠিক সময়। শান্তি, নিরাপত্তা ও বিশ্বাসের অভাব এখন সংগঠনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইসব সমস্যার শিকড় জড়িয়ে রয়েছে চরমপন্থার সঙ্গে। আফগানিস্তানের পরিস্থিতি মৌলবাদের বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করেছে। উগ্রবাদ ও চরমপন্থার মোকাবিলায় অবিলম্বে নির্দিষ্ট ও কার্যকরী মানদণ্ড নির্ধারণ করতে হবে।’ পাশাপাশি তিনি SCO-র সম্প্রসারণের ফলে যুক্ত হওয়া ইরান, সৌদি আরব, আরব আমিরশাহী এবং ইজিপ্টকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন SCO বৈঠকে অংশ নিতে দুশানবেতে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সম্মেলনের আগে রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জয়শংকর জানিয়েছেন, দু’জনের মধ্যে আফগানিস্তান-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

Related Articles

Back to top button
error: