টিডিএন বাংলা ডেস্ক: অপুষ্টিতে ভোগা ১০ হাজার দুঃস্থ শিশুকে খাওয়ানোর দায়িত্ব নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি ‘ভাইজ’ নামক একটি স্বাস্থ্যসুরক্ষা বিপণন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিরাট। আর সেখান থেকে তাঁর ইনকামের পুরো টাকাটাই প্রায় ১০ হাজার অসহায় দুঃস্থ শিশুদের দায়িত্ব নিয়ে খাওয়াবেন তিনি। বিরাট কোহলির দাবি, ‘অপুষ্টির বিরুদ্ধে ভারতে যে লড়াই চলছে তাতে সামিল হতে পেরে আমি গর্বিত।’ এদিকে বিরাট কোহলীর মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।