খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড, ভারত আবারও ব্যার্থ আইসিসি টুর্নামেন্টে

টিডিএন বাংলা ডেস্ক :  বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এখনও আইসিসি-র কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেনি। আশা ছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই ব্যর্থতা হয়ত মুছে ফেলতে পারবেন কোহলি। কিন্তু, তাঁর স্বপ্ন অধরাই থেকে গেল। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। বুধবার বিরাটদের ৮ উইকেটে হারিয়ে উদ্বোধনী এই প্রতিযোগিতায় জয়ী হলেন কেন উইলিয়ামসনরা।

বৃষ্টিবিঘ্নিত চ্যাম্পিয়নশিপ এর লড়াই ছিল বরফ বনাম আগুন দুই অধিনায়কের। একদিকে কেন উইলিয়ামসনের হিমশীতলতা, অন্যদিকে বিরাট কোহলির আগুনে আগ্রাসী মেজাজ। কিন্তু আগুনকে হারিয়ে দিল বরফ, হিমশীতল মানসিকতায় উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল নিউজিল্যান্ড।

ফাইনালের দুই দিন পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে গেলেও রিজার্ভ দিনের সুবাদে জয় হাসিল করল নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ২১৭ রান তুলেছিল। অন্যদিকে, নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়েছিল ২৪৯ রানে। প্রথম ইনিংসে কিউয়িরা ৩২ রানে এগিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত বিপর্যয়ের মুখে পড়ে ভার। নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র ১৭০ রানে শেষ হয়। বিরাটরা ১৩৮ রানের লিড পান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৫২ ও রস টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন। বিরাটদের হারিয়ে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয় নিউজিল্যান্ড।

ভারত ও নিউজ়িল্যান্ড – পরস্পরের মধ্যে খেলেছে ৫৯ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২১ টি জিতেছে ভারত। ১২ টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। ড্র ২৬ টি ম্যাচ। ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৬ টি টেস্টে জিতেছে।

Related Articles

Back to top button
error: