টিডিএন বাংলা ডেস্ক : চলছে সাংবাদিক সম্মেলন তাঁরই মাঝে কোকাকোলার-র বোতল মুখের সামনে থেকে সরালেন রোনালদো। ইউরোতে হাঙ্গেরি ম্যাচে নামার আগে পর্তুগালের প্রেস কনফারেন্সে রাখা ছিল কোলার বোতল। তা দেখেই চটে গেলেন মহাতারকা। কিছুটা রুষ্ট হয়েই কোলার বোতল তুলে পর্তুগিজ ভাষায় বললেন, ‘আগুয়া’ (পানি)। অর্থাৎ নরম পানীয়র বদলে খাবার পানি পান করার পরামর্শ দিলেন প্রত্যেককে। সেই বোতল তৎক্ষণাৎ সরিয়ে দেন সি আর সেভেন।
একটা ছোট্ট কাজ আর তাতেই ‘সামাণ্য ক্ষতি’ কোকাকোলার৷ ইউরো ২০২০ সাংবাদিক সম্মেলনে এসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের মুখের সামনে রাখা দুটি কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন৷ তার বদলে একটি জলের বোতল নিজের সামনে রাখেন৷ ইউরো ২০২০ তে ম্যাচের আগে ১৫ জুন সাংবাদিক সম্মেলনে এই কাণ্ড করেন তিনি৷ তাঁর পরই পর্তুগাল দলের সেই সংবাদ সম্মেলনের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Football star @Cristiano Ronaldo removed two bottles of tournament sponsors Coca-Cola as he entered a #EURO2020 news conference before encouraging people to drink water.
More videos like this here 👉 https://t.co/hhDQuQ1top pic.twitter.com/DqKZIsaHbW
— Sky News (@SkyNews) June 15, 2021
৩৬ বছরের সিআর সেভেন কার্বনেটেড সফট ড্রিংকস একদম পছন্দ করেন না৷ তাই নিজের অপছন্দের জিনিসটা সামনে থেকে সরিয়ে দেন৷ আর হাতে করে জলের বোতল তুলে ধরে দেখিয়ে সকলকে জল খেতে বলেন৷
হেড কোচ ফের্নান্দো স্যান্টোসও প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। তিনি অবশ্য নরম পানীয় দেখে কোনো মন্তব্য করেননি। সরিয়েও দেননি কোলার বোতল।
রোনালদো এর আগেও নরম পানীয়ের বিরুদ্ধে কথা বলেছেন৷ এর আগে রোনাল্ডো বলেছিলেন, ‘ কোনও কোনও সময় আমার ছেলে কোকাকোলা , ফ্যানটা ,ক্রিসপস এসব খায় , কিন্তু ও জানে আমি এসব পছন্দ করি না৷
মার্কায় প্রকাশিত খবর অনুযায়ি রোনাল্ডোর ওই বোতল সরিয়ে দেওয়ার ঘটনায় কোকাকোলার-র স্টক প্রাইম একধাক্কায় ১.৬ শতাংশ পড়ে গেছে৷ ২৪২ বিলিয়ন ডলারের কোম্পানি একদিনে নেমে গেছে ২৩৮ বিলিয়ন ডলারের কোম্পানিতে অর্থাৎ ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা৷